মোঃ এরশাদ আলম: লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩’শ পিচ ট্যাবলেট সহ স্থানীয় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত ইয়াবা বিক্রেতার নাম মুহাম্মদ সালেহ আহমদ( ৪৫)। সে উপজেলার আধুনগরের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র।
থানা সুত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ফেব্রুয়ারি রাতে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এএসআই মুহাম্মদ আবদুল হালিম ও এএসআই মুহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশি দল আধুনগর ফার্নিচার মার্কেটের তার দোকানে তল্লাশী চালিয়ে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,
তিনি জানান, ছালেহ আহমদ একজন খুচরা ইয়াবা ট্যাবলেট বিক্রেতা। সে ইয়াবা বিক্রেতার পাশাপাশি আধুনগর বাজারে ফার্নিচারের দোকান করে।
গতরাতে আমাদের থানা পুলিশের একটি টিম ফার্নিচারের দোকানে গিয়ে তার শরীরে তল্লাশী চালিয়ে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
আটককৃত মাদক বিক্রেতারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।