অনলাইন ডেস্ক,
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ সময় ছেলের দায়ের কোপে মা মিনারা বেগম (৪৫) গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা মনিরা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামপুর গ্রামের আবদুল করিম খানের (৬০) ছেলে রাহেল আহমদ (২৫) বাড়ির সামনে গাছ কাটতে গেলে তার বাবা-মা বাধা দেন। এ সময় তাদের সঙ্গে ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল ও দা দিয়ে বাবা-মার ওপর হামলা করে।
স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে আসলে ছেলে রাহেল আহমদ পালিয়ে যান।
ঘটনাস্থলেই বাবা করিম খান মারা যান। পরে স্থানীয়রা মনিরা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাহেলকে আটকের চেষ্টা চলছে।