অনলাইন ডেস্ক,
ইতালিতে করোনায় নতুন করে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। যতই দিন যাচ্ছে, ততই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার( ৩০ মার্চ) , দেশটিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৮১২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫শ ৯১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।
সরকারি নির্দেশনা অমান্য করে বিনা কারণে ঘর থেকে বেরোনোর অভিযোগে লক্ষাধিক নাগরিকের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করেও করোনা ভাইরাসের লাগাম টানা সম্ভব হচ্ছে না ইতালিতে। দেশের উত্তরাঞ্চল থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে রাজধানী রোমও সংক্রমিত হচ্ছে। উত্তরাঞ্চলীয় শহর মিলানে নতুন করে আরও একজনসহ ২ বাংলাদেশির মৃত্যু এবং ৯ বাংলাদেশির আক্রান্তের খবরে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে।
তবে, সোমবার রেকর্ড দেড় হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে সরকার করোনাভাইরাস মোকাবিলা এবং দেশটির নাগরিকদের সহায়তায় ৪শ ৩০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছেন।
দেশের সর্বত্র যখন প্রাণঘাতী করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে, ঠিক তখন লম্বারদিয়া অঞ্চলের পাবিয়া প্রদেশের “ফেররেরা এরবনিয়নে” নামক একটি শহর করোনা মুক্ত রয়েছে। শহরটিতে অন্তত ১ হাজার নাগরিক বসবাস করেন। বিষয়টি রীতিমত গবেষকদের কাছে লক্ষবস্তুতে পরিণত হয়েছে।